ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী-পুরুষ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১০:১২, ১৬ জুলাই ২০২৫
নারী-পুরুষ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

কঙ্গনা রণৌত

বলিউড অভিনেত্রী এবং পার্লামেন্ট সদস্য কঙ্গনা রণৌত। কখন যে কি বলে বসেন, তার ঠিক নেই। কখনও কো-আর্টিস্টদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন, কখনও রাজনীতি নিয়ে ব্যক্তিগত মতামত জানিয়ে আলোচনায় আসেন। তবে অভিনেত্রী হিসেবে তিনি যে অসাধারণ-এ বিষয়ে কেউ দ্বিমত করেন না। সম্প্রতি কঙ্গনা বিতর্কিত হয়েছেন, নারী-পুরুষের সমতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমতা নিয়ে মতামত জানতে চাওয়া হয় কঙ্গনার কাছে। উত্তরে অভিনেত্রী  বলেন, “আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে। আমার মন্তব্য হলো, এই পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আমরা সবাই সমান। আর এই জন্যই সমাজে আমরা বোকাদের প্রজন্ম তৈরি করছি।”

আরো পড়ুন:

কঙ্গনা তার বক্তব্যের পক্ষে যুক্তি সাজাতে কিছু উদাহরণ দিতে থাকেন। তিনি বলেন, “আমি তো আমার মায়ের সমান নই। আমি অম্বানীজির সমানও নই। আবার তিনি আমার সমান নন। আমার কাছে চারটি জাতীয় পুরস্কার রয়েছে। সকলে ভিন্ন প্রকৃতির। প্রত্যেকের থেকেই আমরা কিছু শিখতে পারি।”

কঙ্গনা রণৌত আরও বলেন, “একজন শ্রমিকের পাশে বসে বুঝতে পারি, আমার চেয়ে হাজার গুণ বেশি ধৈর্য রয়েছে সেই মানুষটির। তিনি আর আমি এক নই। একটি শিশু আর একজন নারী সমান নয়। একজন নারী ও একজন পুরুষ আবার সমান নয়। আবার একজন পুরুষ ও একজন প্রবীণ ব্যক্তি সমান নয়। আমাদের প্রত্যেকের ভিন্ন ভূমিকা আছে। আমরা সবাই আলাদা।”

সবাই নিজেদের সমান ভাবার জন্যই নাকি একটি বোকাদের প্রজন্ম তৈরি হচ্ছে, মনে করেন এই পার্লামেন্ট সদস্য। শুধু তা-ই নয়। কঙ্গনা মনে করেন, এই প্রজন্ম মনে করে, জন্মের পর থেকেই এরা সব জানে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়