ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

রিকশায় চড়ে ভোটকেন্দ্রে অর্থমন্ত্রী

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিকশায় চড়ে ভোটকেন্দ্রে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে ভোট দিতে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার ১০টা ৫৫ মিনিটের দিকে নগরের বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালায় কেন্দ্রে ভোট দেন তিনি।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে বলে মন্তব্য করেন সরকারের বয়োজ্যেষ্ঠ এই মন্ত্রী। তিনি বলেন, ‘এভাবেই সারাদিন চলতে থাকুক।’

অর্থমন্ত্রী মেয়র পদে নৌকায় ভোট দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমি নৌকা মার্কায়ই (কামরানের প্রতীক) ভোট দিয়েছি। তবে কামরান-আরিফ দুইজনই নগরের উন্নয়ন করেছে, দুইজনই ভালো প্রার্থী।’

ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুহিত বলেন, ‘যোগ্য এজেন্ট তো তারা দিতেই পারেনি, তাহলে বের করে দেওয়ার কথা আসে কোথা থেকে?’

এর আগে সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে পরিবারের চার সদস্যকে নিয়ে সিলেট পৌঁছান অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।

নির্বাচনী বিধিমালার কারণে তিনি রিকশাতে চড়েই ভোট দিতে কেন্দ্রে যান। ভোট দিয়ে ফের রিকশা চড়ে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ তার বাসভবনে ফেরেন। মন্ত্রী আজই হেলিকপ্টারযাগে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/৩০ জুলাই ২০১৯/নোমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়