ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৩ মে ২০২৪   আপডেট: ২২:৪০, ৩ মে ২০২৪
মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 

মুন্সীগঞ্জের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলতে বের হয় দুই ভাই-বোন। তারা সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়