ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

অভিষেকে মোসাদ্দেকের হাফ সেঞ্চুরি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিষেকে মোসাদ্দেকের হাফ সেঞ্চুরি

টেস্ট অভিষেকেই হাফ সেঞ্চুরি করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। (ছবি: মিলটন আহমেদ, কলম্বো থেকে)

ক্রীড়া প্রতিবেদক, শ্রীলঙ্কা থেকে : বাংলাদেশের ৮৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। অভিষেক ম্যাচে মাঠে নেমেই ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন ডানহাতি এ ব্যাটসম্যান।

চায়নাম্যান লাকসান সান্দাকানের বলে অফ ড্রাইভ করে ২ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মোসাদ্দেক। ১১৯ মিনিট ক্রিজে থেকে ৮৪ বলে হাফ সেঞ্চুরির স্বাদ পান তরুণ এ ক্রিকেটার। অভিষেকে বাংলাদেশি ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি হাঁকানোর ১৩তম রেকর্ড এটি। এ ছাড়া অভিষেকে বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড আছে তিনটি।

মুশফিকুর রহিমের আউটের পর ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই দারুণ খেলেছেন মোসাদ্দেকে। রঙ্গনা হেরাথকে এগিয়ে এসে লং অফ দিয়ে ছক্কা মারেন বেশ দাপটের সঙ্গে। ইনসাইড আউটে হেরাথ ও দিরুয়ান পেরেরার বল বাউন্ডারির বাইরে পাঠাতে পিছপা হননি। সুরাঙ্গা লাকমালের বলে পুল করতেও ভয় পাননি। পেসার লাকমালের বলে বাউন্ডারি মেরে মোসাদ্দেক বাংলাদেশকে লিড এনে দেন।

ওয়ানডে অভিষেকে ৪৫ রান করা মোসাদ্দেকের টেস্ট অভিষেকটা দারুণ হলো। দেখা যাক চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরির স্বাদ পান কি না মোসাদ্দেক।



রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/১৭ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়