ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে কাফনের কাপড় পরে ট্রেন অবরোধ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১১ মে ২০২৪   আপডেট: ১২:৩৭, ১১ মে ২০২৪
ফরিদপুরে কাফনের কাপড় পরে ট্রেন অবরোধ

রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুুর রেলস্টেশনে স্টপেজ-এর দাবিতে কাফনের কাপড় পরে ট্রেন অবরোধ ও মানববন্ধন করেছে ফরিদপুুরবাসী। 

শনিবার (১১ মে) ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ফরিদপুর রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় আন্দোলনকারীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে রেললাইনের উপর শুয়ে পরে ট্রেন অবরোধ করে। পরে পাকশীর বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। প্রায় পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে দাঁড়ালে ট্রেনটি ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রসঙ্গত, গত ৫ মে থেকে রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিকভাবে চন্দনা কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। তবে মাঝপথে ফরিদপুর রেলস্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তামিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়