ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঝালকাঠিতে সড়ক অবরোধ

ঝালকাঠি  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৩ ডিসেম্বর ২০২৫  
ওসমান হাদি গুলিবিদ্ধ: ঝালকাঠিতে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

শনিবার বিকেল পাঁচটার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ধরে চলা অবরোধে বরিশাল খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অবরোধকারীরা সড়কে নামাজ আদায় করেন। এবং হাদির সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের প্রশাসন এখনও গ্রেপ্তার করতে পারেনি এটা লজ্জার।  হামলার ঘটনা পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

 

ঢাকা/অলোক//

সর্বশেষ

পাঠকপ্রিয়