ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেরোবিতে ৩২ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক, উৎসবের আমেজ

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৪৫, ১২ ডিসেম্বর ২০২৫
বেরোবিতে ৩২ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক, উৎসবের আমেজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) ‘বাঁচাও তিস্তা’ স্লোগানকে সামনে রেখে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজনের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলালসহ অন্য অতিথিরা।

আরো পড়ুন:

এ সময় বিতার্কিক, অতিথি ও আয়োজকরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে।

৩২টি বিশ্ববিদ্যালয়ের দেশসেরা বিতার্কিকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাউন্ডে বিতার্কিকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক নুসরাত জাহান বলেন, “আয়োজন অনেক ভালো হয়েছে। আশা করি, উত্তরাঞ্চলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই আয়োজন আরো করবে; যাতে তারা সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও যেন বারবার আসতে পারি।”

অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, “একটি বিতর্ক সংগঠন আন্দোলনের ভাষায় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়কে কীভাবে বিতর্কের সম্পদে পরিণত করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম।”

সংগঠনের সভাপতি রিশাদ নুর বলেন, “তিস্তা নদীকে নিয়ে বাংলাদেশে কোনো বড় পরিসরে বিতর্ক হয়নি। আমাদের বিআরইউডিএফ এটা আয়োজন করেছি। আমরা চেয়েছি বড় বড় বিশ্ববিদ্যালয়কে তিস্তার পাড়ে এনে তিস্তার প্রকৃত বিষয়টা জানাতে। আমরা চাই যে ৩২টা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে, তারা ফিরে গিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে তিস্তা নিয়ে কথা বলুক। সকলের সহযোগিতায় প্রোগ্রামটি সফল হতে যাচ্ছে।”

এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় পত্রিকা সমকাল, দৈনিক আমার দেশ এবং দেশসেরা মাল্টিমিডিয়া চ্যানেল যমুনা টিভি।

ঢাকা/সাজ্জাদ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়