ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গজারী বনে গণধর্ষণে অভিযুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১১ মে ২০২৪   আপডেট: ১০:৫০, ১১ মে ২০২৪
গজারী বনে গণধর্ষণে অভিযুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

গাজীপুরের গজারী বনের ভেতর দিয়ে বাড়ি ফেরার পথে এক নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক মাসুদ রানা ওরফে মাকছুদুল (২৬) নামের আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার ( ১০ মে ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর-১ এর র‌্যাবের সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এরআগে একই দিন সকালে গাজীপুর হোতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা শ্রীপুর উপজেলার কাওরাইদ  ইউনিয়নের শিমুলতলা গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে।  

তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ভুক্তভোগী ওই নারী তার এলাকার একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনে বাড়িতে ফিরছিলেন। পথে শ্রীপুর উপজেলার শিমুলতলা এলাকার জনৈক সুজন-সুমনের বাড়ির পূর্ব দিকে শরাফত আলীর টেক নামের গজারী বনের ভেতর দিয়ে আসার সময় মাসুদসহ অজ্ঞাত আরো ৩ জিন মিলে তার পথ গতিরোধ করে। পরে তারা তাকে গণধর্ষণ করে।  

তিনি আরো জানান, এ ঘটনায় দুই দিন পর ভুক্তভোগী ওই নারী শ্রীপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মাসুদ রানাকে গাজীপুরের হোতাপাড়া বাইল্লামার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের লিটন মিয়ার হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রফিক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়