ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

১০ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১৭ অক্টোবর ২০২৩  
১০ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দশ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আলী।

মোজাম্মদ আলী জানান, আগামী ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর প্রাশাসনিক ও ২৫ অক্টোবর পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের আগে ও পরে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সর্বমোট ১০ দিনের ছুটি পাবেন শিক্ষার্থীরা। ছুটি শেষে আগামী ২৯ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলেও জানান তিনি।

আবাসিক হল বন্ধ থাকবে কি না জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, ছুটি যেহেতু অল্প আর অনেক শিক্ষার্থী এই ছুটিতে বাসায় যাবেন না তাই প্রতিবারের ন্যায় এবারও আবাসিক হল খোলা থাকবে।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়