ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

সিলেটে শ্রমিক নেতা আটক, সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
সিলেটে শ্রমিক নেতা আটক, সড়ক অবরোধ

আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের চার শ্রমিক নেতাকে আটক করার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় অবরোধ করা হয়।

অবরোধের কারণে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এত দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে রাত ১০টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সহ-সভাপতি জুমেল আহমদ বলেন, ‘মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার আঞ্চলিক কমিটির অফিসে বসেছিলাম। এরমধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই গাড়ি ফোর্স এসে শ্রমিক ইউনিয়নের কাগজপত্র দেখতে চাইলে প্রধান কার্যালয় থেকে এনে দেয়ার সময় চাওয়া হয়। কিন্তু সময় না দিয়ে আমাদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও ১নং সদস্যকে ধরে নিয়ে যায়।’ 

এ বিষয়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, ‘চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে। কী কারণে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা কেউ বলতে পারছি না। আমাদের কিছু বলা হয়নি।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে জানান, শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 
 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়