ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

লাউ গাছের সঙ্গে শত্রুতা!

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১০ মার্চ ২০২৪  
লাউ গাছের সঙ্গে শত্রুতা!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় মামুনুর রশিদ নামে এক কৃষকের বেড়ে ওঠা লাউ খেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় লাউ গাছের মাচার তার কেটে দেওয়ায় মাটিতে নুইয়ে পড়েছে গাছগুলো।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বলিদাপাড়া এলাকার হাফেজ মামুনুর রশিদের দেড় বিঘা জমিতে প্রায় ১৬০টি বেড়ে ওঠা লাউগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই চাষি। খেতেই কান্নাকাটি করছেন তিনি।

চাষি হাফেজ মামুনুর রশিদ বলেন, সকালে নিজের জন্য খেত থেকে একটি লাউ নিতে গিয়েছেলাম। এসময় দেখতে পাই লাউ গাছ মাটিতে পড়ে আছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ধার-দেনা করে তিনি বাণিজ্যিক ভিত্তিতে লাউয়ের চাষ করেছেন। এখনো বিক্রি করতে পারেন নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা কেউ ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

এদিকে লাউ গাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এই ন্যাক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না তারা। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শাহরিয়ার/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়