হামদর্দ এর উদ্যোগে ইউনানি দিবস উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ইউনানি দিবস উদযাপন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। দিবসটি উপলক্ষে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদের অনারারি ডিন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিকল্প ওষুধ হিসেবে ইউনানিসহ ভেষজ ওষুধকে গুরুত্ব দিতে হবে। সারাবিশ্বেই এখন ভেষজ ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে। সুতরাং এ বিষয়ে গবেষণা বাড়াতে হবে। এসব চিকিৎসা যেন মানুষ সহজভাবে পেতে পারে সেদিকে প্রধানমন্ত্রীর লক্ষ্য রয়েছে।
ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, সমগ্র দেশের মানুষের কাছে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে ছড়িয়ে দিতে হামদর্দের মাধ্যমে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইউনানি আয়ুর্বেদিক খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যাপকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি জয়ন্ত বক্শি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের চেয়ারম্যান ড. পুনাম গুপ্তা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনানি আয়ুর্বেদিক খাত নিয়ে কিনোট উপস্থাপন করেন ভারত সরকার প্রেরিত হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানি চেয়ার প্রফেসর ড. মনোয়ার হোসেন কাজমী এবং শ্রীলঙ্কার ইউনানি গবেষক ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানি ফ্যাকাল্টি ড. এস এম রইস উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
বাংলাদেশে ইউনানি খাতের উত্থান ও বিকাশ নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক লে. কর্নেল (অব.) মাহবুবুল আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনীন মানিক।
ঢাকা/এনএইচ