ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ওয়ালটন-কালবেলা বিশ্বকাপ ক্রিকেট কুইজ

ফ্রিজ জিতলেন ফারহানা, রমজান পেলেন টিভি

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:০৫, ১ মার্চ ২০২৪
ফ্রিজ জিতলেন ফারহানা, রমজান পেলেন টিভি

কালবেলার সভাকক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ওয়ালটন বিশ্বকাপ কুইজের দুই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর জিতেছেন ঢাকার পূর্ব রাজাবাজারের ফারহানা আক্তার। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন নোয়াখালীর রমজান। 

ওয়ালটন বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালবেলার ডেপুটি এডিটর দীপঙ্কর লাহিড়ী; ডিরেক্টর, সেলস, মার্কেটিং ও অপারেশন মো. আহসানুজ্জামান রিমন; ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং ও কমিউনিকেশন) রবিউল ইসলাম মিল্টন, কালবেলার চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আবুল কাশেম, জেনারেল ম্যানেজার (সার্কুলেশন) রেজা শাহী, কালবেলার নিউজ এডিটর রাজু আহমেদ, অতিরিক্ত বার্তা সম্পাদক এসআই শরীফ, চিফ রিপোর্টার মো. কবির হোসেন এবং অনলাইন এডিটর পলাশ মাহমুদ। 

কালবেলার বিশ্বকাপ কুইজ নিয়ে পাঠকমহলে ব্যাপক সাড়া পড়েছিল। প্রচুর কুইজ কালবেলার অফিসে পৌঁছায়। সেসব থেকে দৈবচয়ন পদ্ধতিতে পুরস্কারপ্রাপ্তদের বেছে নেওয়া হয়েছে। 

প্রথম পর্বের বিজয়ীরা
১ম: ওয়ালটন রেফ্রিজারেটর, ফারহানা আক্তার, পূর্ব রাজাবাজার, ঢাকা। ২য়: ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি, সুইট, বগুড়া। ৩য়: ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি, করমজান, ছিলারচর, মাদারীপুর। ৪র্থ (৩টি): ওয়ালটন রাইস কুকার, ফাতেমা, ফরিদাবাদ, ঢাকা; মাহেরা, সোনাপুর, ফেনী এবং পারুল আক্তার, জুরাইন, ঢাকা। ৭ম (৩টি) : ওয়ালটন ব্লেন্ডার ইসমাইল হোসেন, মোহাম্মদপুর, ঢাকা; নাছরীন, ঢাকা এবং সাফা, গাজীপুর।

দ্বিতীয় পর্বের বিজয়ীরা
১ম পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি, রমজান, নোয়াখালী। ২য়: ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি, আলি রাজ, হাতিরপুল, ঢাকা। ৩য়: ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন, সিরাজ, মহিপাল, ফেনী। ৪র্থ (৩টি): ওয়ালটন গ্যাস স্টোভ, ইয়াসমিন, বামান্ডা, কুমিল্লা; তানজীন, রামপুরা, ঢাকা এবং ইলহাম, চান্দিনা, কুমিল্লা। ৭ম (৩টি): ওয়ালটন রাইস কুকার, সাদিয়া রহমান, মোহাম্মদপুর, ঢাকা; শাহিনা আক্তার, উত্তর শাহজাহানপুর, ঢাকা এবং লাকি, রঘুনাথপুর, বাগেরহাট।

কুইজে বিজয়ীদের সঙ্গে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করে পুরস্কার হস্তান্তর করা হবে।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়