ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৫ মে ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মে) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

শনিবার (২৫ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫৯ শতাংশ। এতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৫.৯৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা এসিআইয়ের ১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৭৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৩.৭৬ শতাংশ, বিএটিবিসির ২.৮৪ শতাংশ, বিচ হ্যাচারির ২.৮০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৫৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২.২৭ শতাংশ, ই-জেনারেশনের ২.২৫ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.২২ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে।

এনটি/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়