ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

পুঁজিবাজারের স্থিতিশীলতায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, ১২ দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৯ মে ২০২৪  
পুঁজিবাজারের স্থিতিশীলতায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, ১২ দাবি

পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন (ক্যাপমিনাফ)। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১২ দফা দাবি পেশ করেছে সংগঠনটি।

বুধবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি রুহুল আমিন আকন্দ। এ সময় ক্যাপমিনাফের উপদেষ্টা আলী জামান, সাধারণ সম্পাদক আছাহাব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

রুহুল আমিন আকন্দ বলেছেন, বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে অস্থিতিশীলতার মধ্যে ঘুরপাক খাওয়া পুঁজিবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নে সংগঠন নিয়মিতভাবে কাজ করছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন। পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি থেকে উত্তরণে আমরা কিছু দাবি তুলে ধরছি। সেগুলো হলো—আসন্ন বাজেটে পুঁজিবাজারের স্থিতিশীলতায় ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। শেয়ারবাজার ভালো করতে আগামী এক বছর সকল ধরনের আইপিও অনুমোদন বন্ধ রাখতে হবে। টেকনো ড্রাগস লিমিটেডের আইপিও দ্রুত বন্ধ করতে হবে। ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ বন্ধ করতে হবে। বাইব্যাক আইন কার্যকর করতে হবে। শেয়ারদর বৃদ্ধি পেলে যেমন কারণ দর্শানো হয়, তেমনই কমলেও যেন কারণ দর্শানোর নোটিসের ব্যবস্থা করা হয়। পরিচালনা পর্ষদ পরিবর্তনের ইস্যু দেখিয়ে যেসব কোম্পানির শেয়ারদর আকাশচুম্বী করা হয়েছে, সেসব কোম্পানির শেয়ার কারসাজি চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মিউচ্যুয়াল ফান্ড উন্নয়নে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আর্থিক সক্ষমতা থাকা সত্বেও নো ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বাজার উন্নয়নে ব্যবহার করতে হবে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা ও সুরক্ষা তহবিল গঠন করতে হবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুঁজিবাজার ও স্বচ্ছতা আনয়নে বিএসইসিতে বিনিয়োগকারীদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে। আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ সম্পূর্ণ নিঃশর্তভাবে পুঁজিবাজারে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়