ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের পরিমাণ বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৬ মে ২০২৪  
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের পরিমাণ বেড়েছে

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.৮২ শতাংশ।

রোববার (২৬ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৭ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ আলোচ্যপ্রান্তিকে কোম্পানির ফান্ড বেড়েছে ৫৩২ কোটি ১৬ লাখ টাকার।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়