ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ নভেম্বর ২০২২  
চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই বোর্ডে পাসের হার ৮৭.৫৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। 

সংবাদ সম্মেলনে জানানো হয় গত বছরের তুলনায় এই বছর পাসের হার কমেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। গত বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। এবছর ৩ দশমিক ৫৯ শতাংশ কমে পাসের হার দাঁড়িয়েছে ৮৭.৫৩ শতাংশ। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ হাজার ৯২টি স্কুল থেকে ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৪৯ হাজার ৭১০ জন শিক্ষার্থী।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়