ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবি হলের পানি ডাল খুব মিস করি: জায়েদ খান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১ জুলাই ২০২১   আপডেট: ২০:২০, ১ জুলাই ২০২১
ঢাবি হলের পানি ডাল খুব মিস করি: জায়েদ খান

শত বছরে পা দিলো দেশের শীর্ষ বিদ্যাপীঠ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের চলচ্চিত্রাঙ্গনে সুনামের সঙ্গে জায়গা করে নিয়েছেন। সোহেল রানা থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

জায়েদ খান ছিলেন ইতিহাসের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসের স্মৃতিচারণ করতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘প্রথম যেদিন ক্লাসে গিয়েছিলাম সেদিন স্যার রতন লাল চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন- কে কী হবে? কেউ বলছেন এসপি, ম্যাজিস্ট্রেট ইত্যাদি। আমি বলেছিলাম, সিনেমার নায়ক হবো। শুনে ক্লাসের সবাই সেদিন খুব হেসেছিল। এরপর থেকে আমাকে দেখলেই স্যার সবসময় বলতেন, নায়ক আসছে?’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকতেন জায়েদ খান। তিনি বলেন, ‘জহুরুল হক আবাসিক হলে থাকতাম। কিন্তু অধিকাংশ সময় কাটতো এফ রহমান হলে। হলের পানি ডাল খুব মিস করি৷ স্যাডো নামের একটা জায়গা আছে সেখানে আড্ডা দিতাম। খিচুড়ি আর মধুর ক্যান্টিনের ছোট ছানার মিষ্টি খুব খেতাম।’

ক্লাস ফাঁকি দেওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মাঝে মাঝে অন্য বন্ধুরা আমার উপস্থিতি দিয়ে দিত। আমি এফডিসির গেটে এসে দাঁড়িয়ে থাকতাম নায়ক নায়িকা দেখার জন্য। নীলক্ষেতে দল বেঁধে যেতাম। পকেটে বেশি টাকা ছিল না। ফলের দোকানে গিয়ে জিজ্ঞেস করতাম ফলের দাম কত আর এই বলে ফল খেয়ে দেখতাম মিষ্টি কিনা। পরে না কিনে চলে আসতাম। বন্ধদের নিয়ে এমন মজার ঘটনা অনেক ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘সে সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম। লিয়াকত সিকদার-নজরুল ইসলাম বাবু ভাইয়ে পিছনে মিছিল করতাম। জহুরুল হক হলের মিছিলে থাকতাম। পরে রোটন ভায়ের মিছিলে থাকতাম। নজরুল ইসলাম বাবু ভাই প্রায়ই আমাকে বলতো তোর চেহারা সুন্দর তুই সিনেমায় চেষ্টা কর। খুব উৎসাহ দিতেন বাবু ভাই। সবাই যখন বিসিএস ফরম নিয়ে দৌড়াদৌড়ি করত তখন আমি এফডিসির নতুন মুখের সন্ধানের ফরম খুঁজি। আমি কখনও বিসিএস এর ফরম কিনিনি।’

জায়েদ খান বলেন, ‘আমাদের হলের সুবর্নজয়ন্তীতে আহ্বায়ক বেনজির ভাই। তিনি জহুরুল হক হলে থাকতেন। আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি সোহেল রানা ভাইও এই হলে থেকেছেন। তাদের সময় এই হলের নাম ছিলো ইকবাল হল। সোহেল রানা ভাই এই হলের ভিপি ছিলেন। বিষয়গুলো আমার কাছে অনেক গর্বের মনে হয়।’

জায়েদ খান পিরোজপুর সরকারি স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি ও ঢাকা সিটি কলেজ থেকে প্রথম বিভাগে এইসএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

ঢাকা/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়