ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ভ্যারাইটি’র তালিকায় নাম, উচ্ছ্বসিত বাঁধন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৩, ২৩ ডিসেম্বর ২০২১
ভ্যারাইটি’র তালিকায় নাম, উচ্ছ্বসিত বাঁধন

চলতি বছরে চমক দেওয়া আন্তর্জাতিক তারকাদের তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম। এ তালিকায় রয়েছেন—যুক্তরাজ্যের অভিনেতা তোহিব জিমোহ, কোরিয়ান-আমেরিকান অভিনেতা ডন লি, দক্ষিণ কোয়িার জং হো ইয়েন, ফ্রান্সের অভিনেত্রী মিলেনা স্মিথ, স্পেনের আলমুডেনা আমোর প্রমুখ। আনন্দের ব্যাপার হলো ভ্যারাইটির এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অন্যদিকে চলতি বছর যেসব অভিনয়শিল্পী কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের আরেকটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। সেখানে লেডি গাগা, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের সঙ্গে রয়েছেন বাঁধনও। একসঙ্গে দুটি প্রাপ্তিতে আনন্দিত তিনি।।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে আজমেরী হক বাঁধন বলেন—‘এটা আমার জন্য ভীষণ সারপ্রাইজিং। ভ্যারাইটির এমন একটি তালিকায় আমার নাম আসবে তা ভাবিনি।’

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দিয়েছে বাঁধনকে।  এ অভিনেত্রী বলেন, ‘‘আমি আগেও বলেছি, এখনো বলছি- ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় আমি যা করেছি; সেই ক্রেডিট কিন্তু সাদের (আবদুল্লাহ মোহাম্মাদ সাদে)। এ সিনেমায় আমি আমার সততা, পরিশ্রম বিনিয়োগ করেছি। এছাড়া কিন্তু আমার আর কিছু করার ছিল না। কারণ আমরা কে কেমন অভিনয় করব, কার কতটা সামর্থ্য আছে—তা প্রমাণের জন্য একটি জায়গা প্রয়োজন হয়। ওই জায়গাটা যদি না পেতাম তাহলে হতো না। আমার সঙ্গে ধৈর্য নিয়ে কাজটি সাদ করতে পেরেছে। এটা তার ক্রেডিট। রেহানার মতো একটি চরিত্র সাদ লিখেছে আর সেই চরিত্রের মাধ্যমে বিশ্বের মানুষ আমাকে চিনছে! আসলে এটা সাদের কৃতিত্ব। আমার জায়গা থেকে অবশ্যই আমি আনন্দিত। পরপর দুটি তালিকায় নিজের নাম উঠে এসেছে, এতে আমি ভীষণ অবাক হয়েছি! ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ তালিকা করা হয়েছে। অবশ্যই এটা আমার জন্য আনন্দের।’’

এর মধ্যে আন্তর্জাতিক কোনো কাজের প্রস্তাব পেয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘‘না কোনো প্রস্তাব পাইনি। এটা আর হবে কিনা তা-ও জানি না। আমাকে অনেকে বলেন, ‘তুমি এখন এটা করবা ওটা করবা।’ আসলে এটাও এক ধরনের চাপ। যতটুকু হয়েছে তাতেই আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি হয়তো এতটুকু ডিজার্ভ করি না। কারণ আমি যে জার্নি থেকে বর্তমান অবস্থানে পৌঁছেছি, সেটাতে প্রকৃতি বা সৃষ্টিকর্তার একটি ব্যাপার রয়েছে বলে মনে করি! অনেকে বলেন, ‘তুমি অনেক সংগ্রাম করেছো।’ কিন্তু জীবনে সংগ্রাম সবাই করে। কেউ কেউ সেই সংগ্রামের গল্প বলার সুযোগ পায়, কেউ কেউ পায় না। অনেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় আবার অনেকের হয় না। ক্যাপাবিলিটি সবারই আছে, এমন নয় যে শুধু আমার একার রয়েছে। প্রতিভার চেয়ে, কঠোর পরিশ্রম, আত্মত্যাগ গুরুত্বপূর্ণ। প্রতিভা অনেক সময় কাজে লাগে না, যদি সুযোগ না পায়। কারণ আমার কোনো প্রতিভা নাই। এজন্য বলি, যে কেউ আমার জায়গায় আসতে পারবেন।’’

বলিউডে পা রেখেছেন আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার মাধ‌্যমে এ যাত্রা শুরু করেছেন তিন। অন্যদিকে সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ সিনেমায় নাম লিখিয়েছেন বাঁধন। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। দুটি সিনেমা নিয়েই দারুণ আশাবাদী এই শিল্পী।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়