ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:১১, ৩০ এপ্রিল ২০২৪
পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

পেরুতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পেরুর কাজামারকা অঞ্চলের প্রাদেশিক প্রসিকিউটর ওলগা বোবাডিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বাসটি সেলেনডিন থেকে সোরোচুকো শহরের দিকে যাচ্ছিল। অসমতল রাস্তার কারণে হঠাৎ বাসটি উল্টে নদীতে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার বিষয়ে এখনও সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয় সরকার এই দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে।

সেলেনডিন কমিশনার আলেকজান্ডার উরিয়ার্ট টিভি চ্যানেল ক্যানাল এন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন এবং বাসচালকসহ আরও ১৩ জন আহত হয়েছেন।

পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ি রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়