ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ত্বকের বলিরেখা কমিয়ে ফেলার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ০৮:৫২, ৩০ এপ্রিল ২০২৪
ত্বকের বলিরেখা কমিয়ে ফেলার উপায়

অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। ছবি: প্রতীকী

বয়সের সঙ্গে ত্বকে বলিরেখার আধিক্য বাড়তে থাকে। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির গবেষণার তথ্য, মানসিক চাপ বৃদ্ধির ফলে কর্টিসল বৃদ্ধি পায়। এর ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়। কেননা, অতিরিক্ত কর্টিসল কোলাজেনকে ভেঙে দেয়। এবং হায়ালুরোনিক অ্যাসিড কমিয়ে ফেলে। তা ছাড়া অতিরিক্ত দুশ্চিন্তার ফলে র‍্যাডিকেল নিঃসৃত হয়। যা ত্বকের কোলাজেন ও ইলাস্টিন ফাইবারের গঠন ভেঙে ফেলে। এর ফলেও দ্রুত ত্বকে বলিরেখা পড়ে। অনেক সময় ভুল মেকআপের কারণেও ত্বকের বলিরেখা স্পষ্ট মনে হয়। সেক্ষেত্রে মেকআপ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

১. অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে মুখে কোনো দাগ ছোপ থাকলেও খুব বেশি স্পষ্ট মনে হবে না। 

২. হালকা বেস মেকআপ করতে হবে।

২. শুধু ফাউন্ডেশন নয়, অতিরিক্ত ফেস পাউডারও ব্যবহার করা যাবে না। কারণ বেস মেকআপ যত হালকা হবে, ততই ভালো হবে আপনার মেকআপ।

৩. ভ্রু আঁকার সময় সচেতন থাকতে হবে। মোটা গাঢ় করে ভ্রু আঁকবেন না।

৪. কম ব্লাশ অন করুন। 

৫. মানানসই ম্যাট লিপস্টিক ব্যবহার করুন।

সবশেষ কথা, হাসি-খুশি থাকার চেষ্টা করুন। প্রিয় গান শুনুন। প্রিয় মানুষের সঙ্গে গল্প করুন। গাছের পরিচর্যা করুন। পোষা প্রাণীর যত্ন নিন। মোট কথা ইতিবাচক থাকুন। মন ভালো থাকলে ত্বকও ভালো থাকবে।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়