বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন
যুব এশিয়া কাপের ফাইনালে বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুবাইর আইসিসি একাডেমি মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল টস হেরে আগে ব্যাট করতে নেমে সামির মিনহাজের অনবদ্য ১৭২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করে। জবাব দিতে নেমে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ভারতের যুবারা। তাতে ১৯১ রানের বিশাল ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তানের যুবারা।
৩৪৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয়েছিল উড়ন্ত। ভৈভব সুর্যবংশীর তাণ্ডবে ২.১ ওভারেই তারা তুলে ফেলে ৩২ রান। কিন্তু এরপর যে তাদের উইকেট মিছিল শুরু হলো- সেটা ১৫৬ রানে অলআউটের মধ্য দিয়ে থামে। টেল এন্ডার দীপেশ দেভেন্দ্রান ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন। সুর্যবংশী করেন ১০ বলে ২৬ রান ১ চার ও ৩ ছক্কায়। এছাড়া খিলান প্যাটেল ১৯, অ্যারোন জর্জ ১৬ ও অভিজ্ঞান কুন্ডু করেন ১৩ রান।
বল হাতে পাকিস্তানের আলী রেজা ৬.২ ওভারে ৪২ রানে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইয়াম, আব্দুল সোবহান ও হুজাইফা আহসান।
তার আগে ৩১ রানেই প্রথম উইকেট হারালেও পরবর্তী ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় সংগ্রহ পায়। বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান মিনহাজের ব্যাটে। তিনি ৪৩তম ওভারে দলীয় ৩০২ রানের মাথায় আউট হন। ১১৩ বলে ১৭টি চার ও ৯ ছক্কায় ১৭২ রানের ইনিংস খেলে যান। এছাড়া আহমেদ হুসাইন ৫৬ ও উসমান খান খেলেন ৩৫ রানের ইনিংস।
বল হাতে ভারতের দীপেশ দেভেদ্রান ১০ ওভারে ৮৩ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল।
ফাইনালে ১৭২ ও সব মিলিয়ে ৪৭১ রান করে ম্যাচ ও সিরিজ সেরা হন পাকিস্তানের সামির মিনহাজ।
ঢাকা/আমিনুল