ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩৩, ২১ ডিসেম্বর ২০২৫
মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন 

খান্দারপাড়া ইউপি চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে রবিবার ভোরে আগুন লাগে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোরে ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে আগুন লাগে। পুলিশের ধারণা, বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে।

এলাকাবাসী জানান, ভোরের দিকে সাব্বির খানের বাড়িতে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। গত বছরের ৫ আগস্টের পর থেকে সাব্বির খান ও তার পরিবারের সদস্যরা এলাকায় নেই। সাব্বির খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুখ খানের চাচাতো ভাই।

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির খানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান বিষয়টি বলেন, “খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়িতে থাকা আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে যায়।”

তিনি বলেন, “কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।”

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আর মামুন বলেন, “ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিতে পারে।”

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়