ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫৬, ২১ ডিসেম্বর ২০২৫
হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

ছবি: প্রতীকী

রাজধানীর হাতিরঝিল এলাকার ওয়ারলেস মোড়ে খাদ্য বিষক্রিয়ায় আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শিশুদুটি হলো- ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী এবং তার ছোট ভাই ১ বছর বয়সী ইলহাম চৌধুরী। আফরিদা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে হাতিরঝিল থানার এস আই সুমন মিয়া জানান, শনিবার (২০ ডিসেম্বর) রাতে পরিবারের সবাই একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে প্রথমে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ছোট ভাইটিও বমি করতে শুরু করে এবং দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী এবং মা সাইদা জাকাওয়াত আরাও ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে তারা বর্তমানে সুস্থ আছেন। 

পুলিশের প্রাথমিক ধারণা, এটি খাদ্যে বিষক্রিয়ার কারণেই ঘটেছে। গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। সেই উপলক্ষে পরিবারটি বাইরে কোনো রেস্টুরেন্টে খাবার খেয়েছিল কি না বা বাসায় তৈরি খাবারে কোনো সমস্যা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে জানান এস আই সুমন মিয়া। 

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/এমআর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়