হাদীর সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি ভিত্তিহীন: পুলিশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ডিএমপির গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সমাধিস্থলটি নিরাপত্তা পরিবেষ্টিত। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছে পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, “এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্যই মূলত পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি আকারে তথ্যটি জানানো হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।”
ঢাকা/এমআর/এস