ঢাকা     রোববার   ১০ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৬ ১৪৩১

১৪ বছর পর বড় পর্দায় মেহজাবীন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪
১৪ বছর পর বড় পর্দায় মেহজাবীন

লাক্সতারকা মেহজাবীন চৌধুরী। সুন্দরী প্রতিযোগিতার এ প্ল্যাটফর্ম থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন। আজ অভিনয় ক্যারিয়ারে ১৪ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। ১৪ বছর পর বড় পর্দায় পা রাখার ঘোষণা দিলেন মেহজাবীন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে বড় পর্দায় যাত্রার কথা জানিয়ে মেহজাবীন বলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’

আরো পড়ুন:

চলচ্চিত্রটির নাম জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘‘২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি, আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন।’’

সিনেমাটি নিয়ে আশাবাদী মেহজাবীন চৌধুরী। তার ভাষায়, ‘‘গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ— সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’’

দুই যুগ আগের একটি সড়ক দুর্ঘটনার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সাবা’ সিনেমার কাহিনি। প্রায় ২৪ বছর আগে দুর্ঘটনায় আহত হন ১২ বছরের এক কিশোরী ও তার মা। সেই ঘটনায় কিশোরী মানসিকভাবে আঘাত পায়, মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। পরে সেই কিশোরীকে বিয়ে করেন পরিচালক মাকসুদ। স্ত্রী ও শাশুড়ির জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে নিজের প্রথম সিনেমার প্রেরণা।

‘সাবা’ সিনেমার শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। এখন সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক প্রিমিয়ার ও বিপণনের দিকে এগোতে চান নির্মাতা মাকসুদ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়