ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

২৮৫ বছরের পুরোনো লেবু ২ লাখ টাকায় বিক্রি

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৪
২৮৫ বছরের পুরোনো লেবু ২ লাখ টাকায় বিক্রি

২৮৫ বছরের পুরোনো একটি লেবু যুক্তরাজ্যে নিলামে ১ হাজার ৪১৬ পাউন্ডে বিক্রি হয়েছে (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৭ হাজার টাকার বেশি)। যুক্তরাজ্যের শর্পশায়ার শহরে ব্রেটেলস অকশনিয়ার্স নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান এটি বিক্রি করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এ খবর প্রকাশ করেছে।

নিলামকারীর বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্রেতারা লেবুটি তাদের প্রয়াত চাচার দেওয়া পুরোনো ক্যাবিনেটে পায়। মূলত, পুরোনো ক্যাবিনেটটি নিলামে তোলার জন্য ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছিলেন, ওই সময়ে ক্যাবিনেটের পেছনের দিকে লেবুটি দেখতে পান।

বাদামি রঙের লেবুর গায়ে খোদাই করে লেখা রয়েছে, ‘১৭৩৯ সালের ৪ নভেম্বর মি. পি লু ফ্রাঞ্চিনির পক্ষ থেকে মিস ই ব্যাক্সটারকে দেওয়া হলো।’

এ ক্যাবিনেটে লেবুটি পাওয়া গেছে

নিলামকারী প্রতিষ্ঠান ব্রেটেলস অকশনিয়ার্সের কর্ণধার ডেবিট ব্রেটেল বলেন, ‘আমরা ভেবেছিলাম, লেবুটি নিলামে তুলে মজা করব এবং এর মূল্য ৪০-৬০ পাউন্ড রাখব। কিন্তু এর মূল্য উঠে যায় ১৪১৬ পাউন্ড।’

ধারণা করা হচ্ছে, লেবুটি রোমান্টিক কোনো উপহার হিসেবে ঔপনিবেশিক ভারত থেকে ইংল্যান্ডে নেওয়া হয়েছিল।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়