ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ নেইল পলিশ দিবস

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১ জুন ২০২৪   আপডেট: ১২:৫৫, ১ জুন ২০২৪
আজ নেইল পলিশ দিবস

ছবি: প্রতীকী

নারীর সাজ-অনুসঙ্গ নেইল পলিশ। নানা রঙে নখ রাঙাতে এই প্রসাধনী বেছে নেন নারীরা। ১লা জুন নেইল পলিশ দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিতে নারীরা তাদের নখে নেইল পলিস দিয়ে সাজিয়ে উদযাপন করে থাকেন। অনেকে নেইল পলিশ দেওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন।

ঐতিহাসিকবিদদের মতে, ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে বা তারও আগে চিনে নখ সাজানো শুরু হয়। সমসাময়িক ব্যাবিলোনের যোদ্ধাদের নখ মরে যাচ্ছিল। তারা নখ ভালো রাখার জন্য বিভিন্ন রকম উপাদান দিয়ে নখ রাঙাতো। 

১৮ শতকের শেষের দিকে নেইল পলিশ আধুনিক শিল্প ইউরোপের ধনীদের মধ্যে জনপ্রিয়তা পায়। ওই শতকের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও নেইল পলিশের ব্যবহার শুরু হয়। ১৯ শতকের গোড়ার দিকে প্যারিসে প্রথম নেইল সেলুন খোলা হয়। 

২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেইল পলিশ ব্র্যান্ড ইসসি এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিবসটি পালনে অনেকেই সাড়া দেয়। 

সূত্র- ন্যাশনাল টুডে, ডেইজ অব দ্যা ইয়ার

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়