ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা বিধি-নিষেধ: শি চিনপিংয়ের পদত্যাগ দাবিতে চীনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:৪৭, ২৭ নভেম্বর ২০২২
করোনা বিধি-নিষেধ: শি চিনপিংয়ের পদত্যাগ দাবিতে চীনে বিক্ষোভ

ছবি: বিবিসি।

করোনার বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে চীনে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক বিক্ষোভকারী প্রকাশ্যে দেশটির কমিউনিস্ট পার্টির নেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পদত্যাগ দাবি শুরু করেছেন।

রোববার (২৭ নভেম্বর) সংবাদ মাধ্যম বিবিসি একথা জানিয়েছে।

এর আগে গতকাল শনিবার বেইজিং ও নানজিং-এর বিশ্ববিদ্যালয়েও ছাত্ররা বিক্ষোভ করেছেন।

চীনের উরুমকির একটি আবাসিক ভবনে আগুনে ১০ জনের প্রাণহানির পর দেশটিতে করোনা বিধিনিষেধ নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ দানা বেধেছে।

সাংহাইতে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা প্রকাশ্যে ‌শি জিনপিং পদত্যাগ করুন এবং ‌কমিউনিস্ট পার্টি, পদত্যাগ করুন বলে স্লোগান দিতে শোনা গেছে। চীন সরকারের বিরোধিতা করে এই ধরনের দেশটিতে তেমন একটি দেখা যায় না। দেশটিতে প্রেসিডেন্ট ও সরকারের বিরোধিতাকারীদের কঠোর আইনের আওতায় নেওয়া হয়।

সাংহাইয়ের একজন বিক্ষোভকারী বলেন, তিনি এর আগে কখনোই এতো বড় বিক্ষোভ দেখেননি। রাস্তায় এতো সংখ্যক লোকজন দেখে কিছুটা চমকে গেছেন তিনি। চীনে ভিন্নমতের এটি বড় সমাবেশ।

এদিকে রাজধানী বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে এরকম একটি বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছিল বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন সেখানকার এক শিক্ষার্থী।

সূত্র: বিবিসি।

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়