চীনের কাছে তথ্য পাচারের অভিযোগে রাশিয়ার বিজ্ঞান ইনিস্টিটিউটের পরিচালক গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহের সন্দেহে রাশিয়ার শীর্ষ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এবং দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে। চীনের কাছে গোপন তথ্য প্রকাশে কারণে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাদের। বুধবার সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, সাইবেরিয়ার খ্রিস্টিয়ানোভিচ ইনস্টিটিউট অব থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্সের (আইটিএএম) প্রধান আলেকজান্ডার শিপলিউককে ২০১৭ সালে চীনে একটি বৈজ্ঞানিক সম্মেলনে গোপন তথ্য হস্তান্তর করার বিষয়ে সন্দেহ করা হচ্ছে।
৫৬ বছর বয়সী শিপলিউক নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার দাবি, ওই তথ্যগুলো গোপনীয় ছিল না এবং অবাধে অনলাইনে পাওয়া যেত।
এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা’ সম্পর্কিত সম্ভাব্য ঘটনাগুলোর ওপর নিরাপত্তা সংস্থার সতর্ক দৃষ্টি ছিল।
তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটি ক্রমাগত চলছে এবং এখানে কোন ধরণের প্রবণতা সম্পর্কে কথা বলার সম্ভাবনা অনেক কম।’
ঢাকা/শাহেদ
আরো পড়ুন