ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

‘মার্কিন ও ব্রিটিশ স্বার্থ এখন হুতিদের আক্রমণের লক্ষ্যবস্তু’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১২ জানুয়ারি ২০২৪  
‘মার্কিন ও ব্রিটিশ স্বার্থ এখন হুতিদের আক্রমণের লক্ষ্যবস্তু’

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জানিয়েছে, রাতারাতি একের পর এক হামলার পর ইয়েমেনের হুতিদের জন্য মার্কিন ও ব্রিটিশ স্বার্থ ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হয়েছে।

হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল তাদের অফিসিয়াল সংবাদমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, ‘আমেরিকান এবং ব্রিটিশদের বিশ্বাস করা উচিত নয় যে তারা আমাদের বীর সশস্ত্র বাহিনীর শাস্তি থেকে রেহাই পাবে। আগ্রাসীদের আনন্দ দীর্ঘ হবে না এবং আল্লাহর ইচ্ছায় আমাদের হাত উপরে থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সব আমেরিকান-ব্রিটিশ স্বার্থ ইয়েমেন প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের প্রত্যক্ষ ও ঘোষিত আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

আরো পড়ুন:

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজগুলোতে গত মাসে হামলা শুরু করে হুতিরা। এর কয়েক সপ্তাহ পর শুক্রবার ইয়েমেনের ১৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ঘটনায় হুতিদের পাঁচ সেনা নিহত হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়