ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের সব কনস্যুলেট বন্ধ করে দেবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:২১, ৩১ অক্টোবর ২০২৪
ইরানের সব কনস্যুলেট বন্ধ করে দেবে জার্মানি

জার্মানি সেদেশে নিযুক্ত ইরানের সব কনস্যুলেট বন্ধ করে দেবে। একজন জার্মান-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব ইরানি কনস্যুলেট বন্ধ দেওয়া হবে। তবে  দূতাবাস খোলা রাখার অনুমতি দেওয়া হবে।

বুধবার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, জার্মান-ইরানি নাগরিক জামশিদ শারমাহদকে ‘হত্যা’ বার্লিন এবং তেহরানের মধ্যে সম্পর্কের উপর ‘চরম’ চাপ সৃষ্টি করেছে।

জার্মানি ইতিমধ্যেই শারমাহদের মৃত্যুদণ্ডের জন্য ইরানে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। এছাড়া প্রতিবাদ জানাতে ইরানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে জার্মান পররাষ্ট্র দপ্তর।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়