ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

কুকুরের কামড়ে আহত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
কুকুরের কামড়ে আহত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাকে একটি বড় কুকুর কামড় দিয়েছে। এতে সামান্য আহত হয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম দ্য প্রেস ইউনাইটেড এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী কুলেবা সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভে নিজের পোষা কুকুর নিয়ে বাইরে হাঁটতে বের হয়ে অপর একটি বড় কুকুরের কামড়ে আহত হোন। তবে ক্ষত খুব বেশি নয়। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি জানান, কিয়েভে তার নিজের তিনটি পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন তিনি। একটি বড় কুকুর তার পোষা কুকুরগুলোর দিকে তেড়ে এলে তিনি তা রুখতে গেলে সেই কুকুর তাকে কামড়ে দেয়। তবে এতে তার তেমন কোনো ক্ষতি হয়নি।

তিনি বলেন, ‘কুকুরকে ভালোবাসতে হবে। তবে তাদের বেঁধে রাখা উচিত।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর তিনটি ছোট প্রজাতির কুকুর রয়েছে, যার মধ্যে একটি ফরাসি বুলডগ। এই কুকুরটি তিনি ২০২২ সালে নিয়েছিলেন এবং অনেক কূটনৈতিক অনুষ্ঠানে তার সাথে ফরাসি বুলডগকে দেখা গেছে। কুলেবা দাবি করেন, রাশিয়ার সেনাদের হামলার সময় কুকুরটিকে মারিয়াপুল শহর থেকে উদ্ধার করা হয়েছিল।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়