ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ইউক্রেনের প্রতি সংহতি পশ্চিমা নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪  
যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ইউক্রেনের প্রতি সংহতি পশ্চিমা নেতাদের

রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেছেন পশ্চিমা নেতারা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের সাহসী জনগণ তাদের স্বাধীনতা এবং ভবিষ্যত রক্ষার জন্য তাদের দৃঢ় সংকল্প নিয়ে লড়াই করছে। ন্যাটো আগের চেয়ে শক্তিশালী, বৃহত্তর এবং আরও ঐক্যবদ্ধ। ইউক্রেনের সমর্থনে ৫০ জাতির বৈশ্বিক জোট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনকে সহায়তা প্রদান এবং আগ্রাসনের জন্য রাশিয়াকে দায়বদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ‘দুই বছর ইউক্রেনীয় বীরত্বের। দুই বছর রুশ বর্বরতার। দুই বছর যারা উদাসীন থাকে তাদের অপমান।’
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, ‘যেকোনো সময়ের চেয়েও আমরা অনেক বেশি দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছি। আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, নৈতিকভাবে- যতক্ষণ না দেশটি শেষ পর্যন্ত স্বাধীন হয়।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, ‘আমাদের অবশ্যই আমাদের সংকল্প পুনর্নবীকরণ করতে হবে...এই ভয়াবহ বার্ষিকীতে। এই মুহূর্তটি দেখানোর জন্য যে অত্যাচার কখনই জয়ী হবে না এবং আবারও বলতে চাই যে, আমরা আজ ও আগামীকাল ইউক্রেনের পাশে দাঁড়াব।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়