ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

ইসরায়েলে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৪  
ইসরায়েলে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার রাজধানী তেল আবিবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা ডেমোক্রেসি স্কোয়ারে যাওয়ার চেষ্টা করছিল। ঘোড়ার পিঠে থাকা দাঙ্গা পুলিশ  এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে।

৭ অক্টোবর গাজায় হামলার আগে ইসরায়েলে ঘন ঘন সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছিল। গাজায় হামলার কারণে নেতানিয়াহু এবং তার কট্টরপন্থী মন্ত্রিসভার প্রতি বিক্ষোভকারীদের বিরোধিতা কমে গিয়েছিল। তবে অক্টোবরের পর শনিবার প্রথমবারের মতো পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

বিবিসি জানিয়েছে, পুলিশ অন্তত ২১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশের হামলায় ডজন খানেক বিক্ষোভকারী আহত হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ঘোড়ার লাগাম দিয়ে এক পুলিশ বিক্ষোভকারীর মাথায় আঘাত করছে। এ ঘটনায় ওই বিক্ষোভকারী তার মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়