ঢাকা     সোমবার   ০৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২০ ১৪৩১

মালিতে সেতু থেকে বাস পড়ে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
মালিতে সেতু থেকে বাস পড়ে নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সেতু থেকে বাস ছিটকে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুরকিনা ফাসোর উদ্দেশে যাত্রা করা বাসটি গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বাগো নদীর উপর ওই সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে। সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

সড়ক দুর্ঘটনা আফ্রিকার দেশ মালিতে অহরহই ঘটে থাকে। দেশটির রাস্তাঘাট, মহাসড়ক ও যানবাহনের বাজে অবস্থার কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে থাকে।  এর পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহণে নিয়মকানুন মানতে শিথিলতাও দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।

এ মাসের শুরু দিকে মালির মধ্যাঞ্চল থেকে রাজধানী বামাকোতে যাওয়ার পথে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরও ৪৬ জন।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়