মাজারে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত ১৭
ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য বেলুচিস্তানের একটি মাজারে যাওয়ার সময় ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৭ পাকিস্তানি নিহত হয়েছে। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। এদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সিন্ধু মুরাদ আলি শাহ জানিয়েছেন, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। অন্তত পাঁচজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
তিনি জানান, হতাহতরা সবাই দিনমজুর। তারা দেশের দক্ষিণের থাট্টা অঞ্চল থেকে ট্রাকে করে প্রায় ৫০০ কিলোমিটার দূরবর্তী শহর খুজদারে একটি সুফি মাজার দেখার জন্য যাচ্ছিল।
ঢাকা/শাহেদ