ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩১

ইরানের হামলার আশঙ্কায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৫২, ১২ এপ্রিল ২০২৪
ইরানের হামলার আশঙ্কায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

ইরানের হামলার আশঙ্কায় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার রাতেই তিনি বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং বিরোধী দলের নেতা বেনি গ্যান্টজসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ইরানি জেনারেলসহ ১২ জন নিহত হয়। তেহরান এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল বিষয়টি এখনও স্বীকার করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে।

একজন মার্কিন কর্মকর্তা সিবিএস টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, ইরান শতাধিক ড্রোন, কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত হানতে পারে। এই মুহূর্তে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়া ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

অবশ্য ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ইরান পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে এমন একটি সম্ভাবনা এখনও রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়