ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

যেভাবে ইরানের ওপর হামলা চালাতে পারে ইসরায়েল

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:১২, ১৬ এপ্রিল ২০২৪
যেভাবে ইরানের ওপর হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তা নির্ধারণ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা চিন্তাভাবনা করছে। তবে এর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ মিত্ররা ইসরায়েলকে বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী ইরানের উপর কোনো প্রতিশোধমূলক আক্রমণে যোগ দেবে না।

ইরানের ওপর সম্ভাব্য যে কয়টি উপায়ে ইসরায়েল হামলা চালাতে পারে তার একটি তালিকা দিয়েছে রয়টার্স। 

বিমান হামলা

ইসরায়েলের তুলনায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক কম উন্নত বলে মনে করা হয়। তাই ইসরায়েল চাইলে ইরানে বিমান হামলা চালাতে পারে। 
ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বিমান বাহিনী ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত। কিছু প্রতিরক্ষা হল প্রতিক্রিয়া এবং প্রয়োজনে আক্রমণ করা।

ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটি বা পারমাণবিক গবেষণা কেন্দ্রসহ কৌশলগত স্থাপনাগুলোতে এ ধরনের হামলা চালাতে পারে ইসরায়েল। প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুতের মতো বেসামরিক অবকাঠামোতে আঘাত করার সম্ভাবনা কম হবে এবং বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে হবে। 

গোপন অভিযান

ইসরায়েল এর আগে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি গোপন অভিযান চালিয়েছিল বলে মনে করা হয়। বেশ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীকে এ ধরনের অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে। ইরানের অভ্যন্তরে ও বাইরে এ ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েল।

কূটনীতি

ইরানের বিরুদ্ধে সামরিক ও গোয়েন্দা হামলার পাশাপাশি ইসরায়েল তেহরানকে বিচ্ছিন্ন করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে। এর মধ্যে নিষেধাজ্ঞা বাড়ানোও রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজও ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে ইউরোপীয় দেশগুলোর ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছেন।

সাইবার আক্রমণ

ইসরায়েল কয়েক বছর ধরে ইরানে পেট্রোল স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা এবং পারমাণবিক স্থাপনার অবকাঠামোতে অসংখ্য সাইবার হামলা চালিয়েছে বলে মনে করা হয়। এই ধরনের কোনো আক্রমণ বিদ্যুৎ উৎপাদন বা ফ্লাইট পরিষেবার মতো অত্যন্ত দৃশ্যমান এলাকায় হতে পারে। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়