ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ব্রিটেনে ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের এক চতুর্থাংশের কাছে স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৯ এপ্রিল ২০২৪  
ব্রিটেনে ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের এক চতুর্থাংশের কাছে স্মার্টফোন

পাঁচ থেকে সাত বছর বয়সী ব্রিটিশ শিশুদের প্রায় এক চতুর্থাংশের কাছে এখন স্মার্ট ফোন রয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকমের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। এমন সময় এই প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ব্রিটিশ অভিভাবকরা তাদের সন্তানদের স্মার্টফোনের মতো ডিভাইসগুলো দিতে অনাগ্রহী হয়ে উঠেছেন।

অফকম কর্তৃপক্ষের গবেষণায় দেখা গেছে, পাঁচ থেকে সাত বছর বয়সী ৩৮ শতাংশ শিশু টিকটক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। কিন্তু নিয়ম অনুযায়ী, এই মাধ্যমগুলোর ব্যবহারকারীদের কমপক্ষে ১৩ বছর হওয়া প্রয়োজন।

সমীক্ষায় আরও দেখা গেছে,লাইভ স্ট্রিম করা বিষয়বস্তু দেখার একই বয়সীদের সংখ্যা ৩৯ শতাংশ থেকে কমে প্রায় অর্ধেক হয়েছে।

অফকম জানিয়েছেন, অভিভাবকদের উদ্বেগগুলি যথেষ্ট বেড়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ‘নিয়মের প্রয়োগ হ্রাস পাচ্ছে বলে মনে হচ্ছে।’

বিজ্ঞান মন্ত্রী মিশেল ডোনেলান এই ফলাফলকে ‘আশাব্যঞ্জক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘পাঁচ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেওয়া উচিত নয়।’

গত অক্টোবরে ব্রিটিশ পার্লামেন্টে অনলাইন নিরাপত্তা আইন পাস হয়। এর লক্ষ্য হল অনলাইন শিশু যৌন নির্যাতনসহ ক্ষতিকারক বিষয়বস্তু দমন করা। নতুন আইনের অধীনে, প্রযুক্তি সংস্থাগুলো নিয়ম লঙ্ঘন করলে বিশ্বব্যাপী তাদের রাজস্বের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে এবং শীর্ষ কর্মকর্তাদের জেল হতে পারে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়