ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

আরেকবার হামলা চালালে ইসরায়েলকে তাৎক্ষণিক জবাব: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:১৫, ২০ এপ্রিল ২০২৪
আরেকবার হামলা চালালে ইসরায়েলকে তাৎক্ষণিক জবাব: ইরান

ইসরায়েল আরেকবার হামলা চালালে ইরান তাৎক্ষণিক এবং ‘সর্বোচ্চ স্তরের’ প্রতিক্রিয়া জানাবে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই হুমকি দিয়েছেন।

এনবিসি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে, আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের।

গত সপ্তাহে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে শুক্রবার ভোরে ‌ইরানে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেশটির মধ্যাঞ্চলের নগরী ইস্ফাহানের বিমানঘাঁটির কাছে তিনটি ড্রোন ধ্বংস করার কথা জানানো হয়েছে। ধারণা করা হচ্ছিল, ইরান হয়তো আবারও ইসরায়েলের মাটিতে হামলা চালাবে। তবে ইরান জানিয়েছে, কোনো বিদেশি রাষ্ট্র ইরানে হামলা চালাতে সক্ষম হয়নি।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়