এবার রাশিয়ার জেনারেল স্টাফের উপপ্রধান গ্রেপ্তার
এবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্তাদের দুর্নীতির কয়েকটি হাই প্রোফাইল মামলার সর্বশেষ ঘটনা এটি। বৃহস্পতিবার তদন্তকারীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২৩ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের গ্রেপ্তার শুরু হয়। এদের মধ্যে প্রথম গ্রেপ্তার হন দেশটির উপ- প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভ। এরপর এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউরি কুজনেটসভ এবং রাশিয়ার সেনাবাহিনীর ৫৮তম প্রাক্তন কমান্ডার মেজর জেনারেল ইভান পপভকে গ্রেপ্তার করা হয়।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, শামারিনের বিরুদ্ধে ২০১৬ ও ২০২৩ সালের মধ্যে উরাল পাহাড়ের একটি কারখানা থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। ওই কারখানাটি যোগাযোগ সরঞ্জাম তৈরি করে। সরকারের সঙ্গে বড় চুক্তি করার পুরস্কার হিসাবে কারখানাটির কাছ থেকে কমপক্ষে চার লাখ ডলার ঘুষ পেয়েছিলেন শামারিন।
শামারিনের বাড়িতে তদন্তের জন্য তল্লাশি চালানো হয়েছিল। দোষী প্রমাণিত হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ঢাকা/শাহেদ