ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২৪ মে ২০২৪  
পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তা এবং সাহায্য সংস্থাগুলোর বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টার দিকে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির উত্তরে এঙ্গার উচ্চভূমিতে ভূমিধস হয়। এ ঘটনায় শতাধিক ঘরবাড়ি চাপা পড়ে। ধ্বংসস্তূপে কতজন আটকা পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সরকারিভাবে এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এঙ্গার গভর্নর পিটার ইপাটাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটি নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগ।’

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, তার সরকার ‘ত্রাণ কাজ, মৃতদেহ উদ্ধার এবং অবকাঠামো পুনর্গঠন শুরু করতে’ দুর্যোগ কর্মকর্তাদের ভূমিধসের স্থানে পাঠিয়েছে।

মারাপে এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আরও তথ্য প্রকাশ করব কারণ আমাকে ধ্বংস এবং প্রাণহানির পরিমাণ সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত করা হয়েছে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়