ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

মঞ্চে উঠেই দুয়োধ্বনি শুনলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৬ মে ২০২৪  
মঞ্চে উঠেই দুয়োধ্বনি শুনলেন ট্রাম্প

বরাবরই সভা-সমাবেশে দর্শক-সমর্থকদের কাছ থেকে প্রশংসা পেয়ে এসেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারই প্রথম তাকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। শনিবার রাতে লিবার্টারিয়ান পার্টির জাতীয় কনভেনশনে রীতিমতো নাজেহাল হতে হয় ট্রাম্পকে।

লিবার্টারিয়ান বা উদারপন্থিরা সীমিত শাসন এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। তাদের অভিযোগ ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি কোভিড-১৯ এর টিকা উদ্ভাবনের বিষয়ে তাড়াহুড়া করেছেন এবং মহামারি চলাকালে টিকাবিহীন জনস্বাস্থ্য বিধিনিষেধ বন্ধ করার জন্য তিনি তেমন কিছুই করেননি।

শনিবার ট্রাম্প যখন ওয়াশিংটনে নির্বাচনী প্রচার মঞ্চে উঠছিলেন তার আগমুহূর্তে লিবার্টারিয়ান পার্টির এক সদস্য চিৎকার করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের একটি বুলেট নেওয়া উচিত!’

মঞ্চে ওঠার পরপর ট্রাম্পকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দিতে শুরু করে দলটির সদস্যরা।

এই বিরূপ অভ্যর্থনার বিষয়ে মন্তব্য করেনি ট্রাম্পের প্রচারণা দল।

ট্রাম্প অবশ্য তার ভাষণে লিবার্টারিয়ানদের কাছে ভোটের আবেদন করেছেন। তার দাবি, লিবার্টারিয়ান পার্টির কর ও সরকারের আকারসহ বেশ কিছু ইস্যুতে ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকান নীতির অবস্থানের মিল বেশি।

তিনি বলেছেন, ‘আমাদের একে অপরের সাথে লড়াই করা উচিত নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়