ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

তেল আবিবে বড় ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২৬ মে ২০২৪  
তেল আবিবে বড় ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

গত প্রায় চার মাসের মধ্যে প্রথমবার ইসরায়েলের তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। রোববার গাজা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে হামাস।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছে, ‘বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদীদের গণহত্যার’ জবাবে এই হামলা চালানো হয়েছে।

হামাসের আল-আকসা টিভি জানিয়েছে, গাজা উপত্যকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকা থেকে অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে এবং বেশ কয়েকটিকে আটকানো হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, হার্জলিয়া এবং পেটাহ টিকভাসহ অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম হার্জলিয়ার একটি ভবনের বাগানে ক্ষেপণাস্ত্র খণ্ডের ফুটেজ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, কেফার সাবার কেন্দ্রীয় শহরের কাছে খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে একটি বড় গর্ত তৈরি হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়