ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

অর্থ আত্মসাৎ

গ্রেপ্তারের পরদিনই ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
গ্রেপ্তারের পরদিনই ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন

অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক তিন মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া, করপোরেট ফাইন্যান্সের পরিচালক মো. কামরুল হাসান, করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

পড়ুন- অর্থ আত্মসাতের অভিযোগে ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা গ্রেপ্তার

এর আগে, এদিন ওই পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। আব্দুল্লাহ আল মামুনের পাঁচ দিন এবং অপর চার আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাজরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিন মামলা করেন। এরপরই গুলশান থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়