ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বুয়েটে আন্দোলন

নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে: ডিবিপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ১৬:৩৯, ৩১ মার্চ ২০২৪
নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে: ডিবিপ্রধান

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, বুয়েটে আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা রয়েছে কি-না তা খতিয়ে দেখছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কেননা আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে কলকাঠি নাড়ছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন।

রোববার (৩১ মার্চ) দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নে তিনি এ কথা বলেন। 

ডিবিপ্রধান বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের টিম রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি, তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ আন্দোলন সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে, আন্দোলনের নামে কেউ সহিংসতা কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ক্যাম্পাস উত্তপ্ত করতে কাউকে দেওয়া হবে না, সেখানে শিক্ষার পরিবেশ যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পরিচালিত হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করবে। 

মাকসুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়