দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চান দুদকের চেয়ারম্যান
দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ (ফাইল ফটো)
দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) স্মরণিকা ‘সুপথে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দুদকের চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে। দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়। দুর্নীতিবাজদের সঙ্গে নিলে তারা আপনাদের ভেতর থেকে কাটবে। আপনাদের উদ্দেশ্য সফল হতে দেবে না। এটা বিবেচনা করা উচিত।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নিজের ঘরে দুর্নীতি আছে কি না, সেটাও দেখতে হবে। আগে দুর্নীতিবাজরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটত, এখন মাঝখান দিয়ে হাঁটে।
দুদকের কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, মামলার চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন র্যাক সভাপতি জেমসন মাহবুব।
নঈমুদ্দীন/রফিক