শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে বুথে থাকা টাকা নিতে না পেরে দুর্বৃত্তের দল পালিয়ে যায়।
বুধবার (১০ এপ্রিল) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, বুধবার ভোর ৫টার দিকে শাহজাদপুর মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় অবস্থিত বুথে এ ঘটনা ঘটে। আমরা সিসিটিভির সহযোগিতায় দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।
পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা ওই বুথ লুটপাট করতে এসেছিল। তবে নিরাপত্তাপ্রহরী হাসানের বাধায় তারা তাকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পেছনে কারা কারা জড়িত সে বিষয়ে পুলিশের সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে নেমেছে।
মাকসুদ/এনএইচ