ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।  তবে তার মধ্যে কোনো উপসর্গ পাওয়া যায়নি।

সম্প্রতি জাতীয় সংসদে তার করোনা পরীক্ষার পর ফল পজিটিভ আসে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ জানিয়েছেন, তিনি (জাহিদ ফারুক) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য গেছেন। সেখানেই তিনি আইসোলেশনে থাকতে পারেন। কয়েকদিন তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর মধ্যে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি এবং তিনি কোনোরকম অসুস্থতাও বোধ করছেন না। বাসা থেকেই তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়